রবিবার ● ২০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিনের স্বেচ্ছাসেবক দলের কর্মি সভা ভোলায় অনুষ্ঠিত ॥
তজুমদ্দিনের স্বেচ্ছাসেবক দলের কর্মি সভা ভোলায় অনুষ্ঠিত ॥
হেলাল উদ্দিন লিটন ॥
তারুন্যে অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলকে ঢেলে সাঁজানোর অংশ হিসেবে তজুমদ্দিন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মি সভা ভোলা জেলা বিএনপি’র দলী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টায় ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন আদুদেও সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান আজহারুল হক মুকুল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ফজলুল কবির জুয়েল, সর্দার মো: নুরুজ্জামান। আমন্ত্রীত অতিথি ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম । প্রধান অতিথি’র বক্তবে তিনি সংগঠনের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা করো বদনাম, হিংসা-প্রতিহিংসা, পেছনে বসে দলাদলির কথা ভুলে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়া আরো উপস্থিত ছিলেন,ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক আকবর আকন, সহ-সভাপতি হাফিজুর রহমান তসলিম,মীর মোস্তাফিজুর রহমান রনি, মুনতাসির আলম রবিন চৌধুরী,জাকির হোসেন মনির,আক্তার হোসেন,মাকসুদর রহমান হিরন,দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সুমন, ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরে-আলম ফরহাদ, সাধারণ সম্পাদক ইয়াকুব শাহ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওজিউল্লাহ সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম রনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমীন।