বুধবার ● ৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনে অসহায় মানুষের পাশে ভোলা জেলা নাগরিক ফোরামের কেন্দ্রীয় কমিটি
চরফ্যাশনে অসহায় মানুষের পাশে ভোলা জেলা নাগরিক ফোরামের কেন্দ্রীয় কমিটি
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷
ভোলা জেলার জনতা, আমরা সবাই একতা এই স্লোগানকে সামনে রেখে ভোলা জেলা নাগরিক ফোরাম (বিডিসিএফ) এর কেন্দ্রীয় কমিটি তিন দিনের সফরে এখন চরফ্যাশনে৷ চরফ্যাশন উপজেলায় অসহায় মানুষের সাহায্যার্থে ব্যাস্ত সময় পার করছেন তারা৷
এ সময় বিভিন্ন কার্যক্রমে ভোলা জেলা নাগরিক ফোরামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ওবায়দুর রহমান শিবলু, সভাপতি আলহাজ্ব মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক এস রহমান সোহেল, ভোলা জেলা দক্ষিণ কমিটির সভাপতি এম আবু সিদ্দিক, সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইসলাম মনির, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নেসার নয়ন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সহ দক্ষিণ কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন৷
ভোলা জেলা নাগরিক ফোরাম ইতিমধ্যে জেলার অসহায় মানুষের সাহায্যার্থে নগদ অর্থ, শীত বস্ত্র, করোনা বিস্তার বন্ধে বিভিন্ন উপকরণ বিতরণ সহ সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে মানব বন্ধন ও প্রতিবাদ সভা বাস্তবায়ন করেছেন৷
উল্লেখ্য, দ্বীপ জেলা ভোলার সর্বস্তরের নাগরিকদের সমন্বয়ে ২০১৬ সালে ভোলা জেলা নাগরিক ফোরাম (বিডিসিএফ) নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পথচলা শুরু হয়৷