মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশন বাজারে যুব ব্যবসায়ী সমিতির মাস্ক বিতরণ
চরফ্যাশন বাজারে যুব ব্যবসায়ী সমিতির মাস্ক বিতরণ
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
ভোলা চরফ্যাশন বাজার যুব ব্যবসায়ী সমিতির উদ্যোগে করোনার প্রাদুর্ভাব বন্ধে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছেন৷
মঙ্গলবার (৮ডিসেম্বর) বেলা ১১টায় চরফ্যাশন বাজারে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথযাত্রীদের মাঝে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে৷
এসময় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী, যুগ্ন সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মনির, প্রেস ক্লাব নির্বাহী সদস্য কামাল হোসেন মিয়াজি, উপজেলা ছাত্রলীগ সভাপতি হায়াত আলী চৌধুরী রিজভি ও সাইফুল ইসলাম মিয়াজি, নূর হোসেন দেওয়ান, মাহমুদুল হাছান সহ যুব ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় যুব ব্যবসায়ী সমিতির নেতারা বলেন, যেহেতু এখনো এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধী টিকা বাজারে আসেনি, তাই এই শীতে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে৷ সামাজিক দূরত্ব রক্ষা করা এবং স্বাস্থ্য বিধি মেনে চলাই একে প্রতিরোধের একমাত্র উপায়। নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আমাদের এ আয়োজন৷