রবিবার ● ৬ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশন পৌর নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় এমপি জ্যাকব’র ভিডিও কনফারেন্স
চরফ্যাশন পৌর নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় এমপি জ্যাকব’র ভিডিও কনফারেন্স
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচন ২০২১ উপলক্ষে পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন ভোলা-৪ জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব৷
রবিবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টায় চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে, পৌর আওয়ামীলীগের উদ্যোগে মতবিনিময় সভা টি অনুষ্ঠিত হয়৷
ভিডিও কনফারেন্সে এমপি জ্যাকব বলেন, আওয়ামী লীগ সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত। আসন্ন চরফ্যাশন পৌরসভা নির্বাচনে আমাদের দলের তৃণমূলের জনপ্রিয়, সংগঠনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে এবং দায়িত্ব পালনে সক্ষম-এমন নেতাই দলীয় মনোনয়ন পাবেন৷ সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনী সকল কার্যক্রম শুরু করতে নির্দেশ দেন৷
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ আওয়ামী লীগ চরফ্যাশন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদিন আখন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র প্রমুখ৷