শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » তজুমদ্দিনে স্বামীর দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্ত্রীকে অমানুষিক নির্যাতন ॥
তজুমদ্দিনে স্বামীর দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্ত্রীকে অমানুষিক নির্যাতন ॥
তজুমদ্দিন প্রতিনিধি ॥
ভোলার তজুমদ্দিনে স্বামী দ্বিতীয় বিয়ে করার প্রতিবাদ করায় স্ত্রীকে গভীর রাতে অমানবিক নির্যাতন করা হয়েছে। আহত ওই গৃহবধূ বর্তমানে তজুমুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের হাজীকান্দি গ্রামের মৃত ইদ্রিসের ছেলে লোকমানের সাথে ১৫ বছর আগে বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের জালালপুর গ্রামের শাহ আলমের মেয়ে জান্নাতের বিবাহ হয়। তাদের ঘরে ২টি পুত্র সন্তান রয়েছে। এদিকে ৩/৪ বছর আগে লোকমান মাঝি গোপনে দ্বিতীয় বিবাহ করেন। বিষয়টি জানাজানি হলে স্ত্রী জান্নাত বেগম প্রতিবাদ করেন। এসব বিষয় নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে লোকমান মাঝি তার স্ত্রীকে লাঠি ও টর্চলাইট দিয়ে এলোপাতারি মারপিট করলে স্ত্রী অজ্ঞান হয়ে যায়। প্রতিবেশীরা খবর দিলে বোরহানউদ্দিন থেকে ভাই মিজান এসে জান্নাত বেগমকে রাত দুইটায় তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে ওসি তদন্ত এনায়েত হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।