বুধবার ● ১৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » মহামারী ইয়াবা বনাম সামাজিক অবক্ষয়
মহামারী ইয়াবা বনাম সামাজিক অবক্ষয়
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
আমরা প্রতিনিয়ত যেকোনো গণমাধ্যমে চোখ রাখলে ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন, বাবা মাকে নির্যাতন, শিক্ষকদের সাথে অসদাচরণ, হপাঠীকে হত্যা, অন্যের প্রতি হিংস্র মনোভাব, পারিবারিক কলহ, বিবাহ বিচ্ছেদ, চুরি-ডাকাতি, অন্যের বাড়ি দখল, দুর্নীতি, অপসংস্কৃতি, ইমামকে নির্যাতন, এমনকি ৭ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা এ ধরনের উল্লেখযোগ্য সামাজিক সামাজিক অবক্ষয়গুলো দেখতে পাই৷ সামাজিক এসকল অপকর্মের প্রধান কারণ হচ্ছে মাদক৷ আর মাদকের মধ্যে উল্লেখযোগ্য হল মরণব্যাধি ইয়াবা৷
চরফ্যাশন উপজেলাকে ঘিরে এক অনুসন্ধানে দেখা যায়, উল্লেখিত সামাজিক অপকর্মগুলো যাদের হাতে বা ছত্রছায়ায় ঘটেছে তাদের মধ্যে অধিকাংশই কোন না কোন ভাবে মাদকের সাথে সম্পৃক্ত অর্থাৎ মাদকাসক্ত৷ মাদকের টাকা সংগ্রহ করতে অথবা মাদকাসক্ত ব্যক্তি ধীরে ধীরে বিকৃত মন-মানসিকতা ও মনুষত্বহীন হওয়ার প্রভাবে এসকল অপকর্ম ঘটিয়ে থাকে৷ ইয়াবা আসক্ত ব্যক্তি যে কোনো অপকর্ম করতে কোন প্রকার দ্বিধা বা সংকোচ করে না৷ কোনটা ভালো কোনটা মন্দ বোঝার ক্ষমতা হারিয়ে ফেল৷ এভাবে চলতে থাকলে অচিরেই মেধাশূন্য হয়ে পড়বে আমাদের সমাজ৷
আমরা জানি একটি সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যত সম্পদ হলো তরুণ সমাজ৷ যেকোনো জাতির প্রাণশক্তি তাদের যুবসমাজ। যুবসমাজই জাতির আশা-আকাঙ্খার মূর্ত প্রতীক। যুবসমাজ যেকোনো দেশ ও জাতির সোনালি স্বপ্ন। লক্ষ্য করা যায়, সে যুব সমাজ আজ মরণব্যাধি ইয়াবার হিংস্র ছোবলে ক্ষতবিক্ষত হয়ে পড়েছে৷ জাতি, গোত্র, ধর্ম, বর্ন এবং দলের ভেদাভেদ ভুলে ইয়াবা মুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে৷ আপনার ছেলে, মেয়ে, স্বামী অথবা নিকটাত্মীয় কোথায় যায় কি করে পূর্বের তুলনায় এখনকার আচার-আচরণে কোন পরিবর্তন আছে কিনা তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল রাখা অতীব জরুরি হয়ে পড়েছে৷ কারণ আপনার চারপাশের অতি চেনা পরিচিত মুখগুলোর মধ্যে অধিকাংশই ইয়াবায় আসক্ত হয়ে পড়েছে৷
অতি কৌশলে একাধিক ইয়াবা ব্যবসায়ীর সাথে আলাপ করে জানা যায়, চরফ্যাশন উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া, মহল্লার মধ্যে প্রভাষক, শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, এমনকি দিনমজুর পর্যন্ত অসংখ্য ব্যক্তি ইয়াবায় আসক্ত হয়ে পড়েছে৷ ইয়াবা আসক্তির তালিকায় পুরুষের পাশাপাশি অসংখ্য নারীরাও জড়িয়ে পড়েছে৷ যার প্রমাণ হিসেবে লক্ষ্য করা যায়, অতীতের তুলনায় সকল স্তরে সামাজিক অবক্ষয় বা অপকর্ম বৃদ্ধি পেয়েছে৷