শনিবার ● ২ মে ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » লালমোহনে ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় যুবক আটক
লালমোহনে ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় যুবক আটক
লালমোহন প্রতিনিধি।।
ভোলার লালমোহনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে স্ট্যাটাস দেয়ায় আল আমিন (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের চরপাতা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় আল আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় আবুল কাশেম নামের এক ব্যক্তি মামলা দায়ের করেন। মামলা নং: ০২, তারিখ: ০২-০৫-২০২০ ইং।
এব্যাপারে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা হওয়ার পর তাকে শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে