বুধবার ● ৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিনে প্রাণি সম্পদ দপ্তরের সেবা বিষয়ক এ্যাডভোকেসী সভা ॥
তজুমদ্দিনে প্রাণি সম্পদ দপ্তরের সেবা বিষয়ক এ্যাডভোকেসী সভা ॥
তজুমদ্দিন প্রতিনিধি ॥
সুশীল সমাজ সংগঠনের আয়োজনে, চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির বাস্তবায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের সাথে প্রাণি ও পশু পালন সেবা বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের হলরুমে “জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগণের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে নাগরিক সমাজ ও সরকারী প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করণ প্রকল্পে”র আওতায় এই এ্যাডভোকেসী সভায় বক্তৃতা করেন, তজুমদ্দিন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. পালাশ সরকার, ডা. মো. জাকির হোসেন, প্রাণি সম্পদ দপ্তরের ফিল্ড সহকারী হরিপদ রায়, ইউএনডিপি’র সিডিএ প্রকল্পের তজুমদ্দিন প্রতিনিধি কামরুজ্জামান কিরণ, তজুমদ্দিন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, সুশীল সমাজের প্রতিনিধি মোঃ খোরশেদ আলম,শামীম, নজরুল ইসলাম, ইয়ুথ পাওয়ার বিডি’র তজুমদ্দিন প্রতিনিধি মোঃ রাহাত মিয়াসহ চন্দ্রদ্বীপের নারী দলের সদস্যরা অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠান উপস্থাপন করেন চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির প্রকল্প সমন্বয়ক বাষুদেব গুহ।