সোমবার ● ৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » উপকুল » ভোলা-চরফ্যাশনে জ্যাকবের পিতার নামের কলেজ চুড়ান্ত স্বীকৃতি পাওয়ায় আনন্দে ভাসছে দক্ষিণ অঞ্চল
ভোলা-চরফ্যাশনে জ্যাকবের পিতার নামের কলেজ চুড়ান্ত স্বীকৃতি পাওয়ায় আনন্দে ভাসছে দক্ষিণ অঞ্চল
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
ভোলা-চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানার জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ আজ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইআইআইএন নাম্বার ১৩৯১১৭ প্রাপ্তির মাধ্যমে কলেজের চূড়ান্ত স্বীকৃতি পাওয়ায় আনন্দে ভাসছে চরফ্যাশন উপজেলার দক্ষিণ অঞ্চল৷
কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন বলেন, দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ চূড়ান্ত স্বীকৃতি পাওয়ায় চরফ্যাসনের মানচিত্রে আজীবনের জন্য স্থান পেল আরেকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। করোনাকালীন এ সংকটের মধ্যেও দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের এই দুর্লভ সুযোগ করিয়ে দেওয়ার জন্য ভোলা-৪ চরফ্যাশন ও মনপুরার সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, শিক্ষানুরাগী, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসী গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন৷
রবিবার (৪অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের চূড়ান্ত স্বীকৃতির খবর পেয়ে কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে৷ বাঁধভাঙা আনন্দে ভাসছে পুরো দক্ষিণ অঞ্চল৷