বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » উপকুল » অধ্যক্ষ কায়সার আহমেদ দুলালকে চরফ্যাশন প্রেস ক্লাবের শুভেচ্ছা
অধ্যক্ষ কায়সার আহমেদ দুলালকে চরফ্যাশন প্রেস ক্লাবের শুভেচ্ছা
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷
চরফ্যাসন প্রেসক্লাবের সাবেক সভাপতি চরফ্যাসন সরকারি কলেজের অধ্যক্ষ কায়সার আহমেদ দুলালকে লালমোহন মিডিয়া ক্লাব সাহিত্যে গুণীজন সম্মাননায় ভূষিত করায় চরফ্যাসন প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় চরফ্যাসন প্রেসক্লাবের হলরুমে তাকে এ শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, সাবেক সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, সহ-সভাপতি এম আবু সিদ্দিক, নির্বাহী সদস্য কামাল মিয়াজীসহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর লালমোহন মিডিয়া ক্লাবের নবম বর্ষে পদার্পণ ও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে লালমোহন মিডিয়া ক্লাব সম্মাননা ২০২০ অনুষ্ঠানে ভোলা জেলার ৯ গুণী জনের মধ্যে চরফ্যাসন থেকে সাহিত্যে অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল কে নির্বাচিত করে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।