মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশন পৌরসভায় ৪৫ বছরের বসতবাড়ি দখলের চেষ্টা! আলামিন গংদের খুটির জোর কোথায়?
চরফ্যাশন পৌরসভায় ৪৫ বছরের বসতবাড়ি দখলের চেষ্টা! আলামিন গংদের খুটির জোর কোথায়?
চরফ্যাশন প্রতিনিধিঃ
চরফ্যাশন পৌরসভার ৮নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা কয়ছার আহাম্মদের ক্রয় কৃত ৪৫ বছরের ভোগ দখলীয় বসতবাড়ি প্রভাব দেখিয়ে আবদুর রব ড্রাইভারের ছেলে আলামিন গং জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ পাওয়া রয়েছে৷
মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) সকালে পৌরসভা ৮নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রব ড্রাইভারের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন গং সহ ১০/১২ জন মিলে একই এলাকার কায়ছার আহাম্মদের ৪৫বছরের ভোগদখলীয় বসতবাড়ি দখলের চেষ্টা করেন৷
জানা যায়, আলামিন গং লোকজন সহকারে কায়ছার আহাম্মদ মিয়ার বাড়ির তালগাছ, সুপারি, মেহগনিসহ অসংখ্য ফলদ গাছপালা কেটে নিজের দখলে নেয়ার চেষ্টা করে৷
এ বিষয়ে আলামিন জানান, তার তার পিতা ও চাচাদের জমি ক্রয় করেছেন কায়ছার আহাম্মদ, তিনি যতটুকু ক্রয় করেছেন তার চেয়ে বেশি জমি ভোগদখলে আছেন ৷ এর আগে ওই জমি নিয়ে শালিস ফয়সালায় বসার কথা থাকলেও তিনি আসেননি৷
তাই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজ ফিটার ও স্থানীয়রাসহ জমি মাপ দিতে গিয়েছি৷
মাওলানা কায়ছার আহাম্মদ অভিযোগ করে জানান, উত্তর মাদ্রাজ মৌজার, জেএলনং ২৮,এর খতিয়ান নং ৪৪৭ এর জমির ১একর ৪০ শতাংশ জমি ক্রয় সূত্রে দির্ঘ ৪৫ বছর ভোগদখলে আছি৷ অভিযুক্ত আলআমিন গং দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা,হামলার হুমকি-ধামকি দিয়ে জোরপূর্বক আমার বসতবাড়ি দখলের চেষ্টা করার পায়তারা করে আসছে ৷
আজ সকালে হঠাৎ আল আমিন লোকজন নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে সৃজিত গাছপালা কেটে দখলের চেষ্টা করে আমাকে গালিমন্দ করে তেড়ে আসে৷
এসময় আমি চরফ্যাশন থানায় এসে থানা পুলিশকে অবগত করলে পুলিশ গিয়ে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজ পিটার জানান, আমরা প্রাথমিকভাবে মাপজোপ করে সিমানা নির্ধারণ করে এসেছি৷আল আমিনদের গাছপালা কাটার কথা বলিনি৷ তার এটা করা ঠিক হয়নি৷
এঘটনায় থানায় এজহার দাখিলের প্রস্তুতি চলছে বলে কায়ছার আহমেদ জানান।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া বলেন, উভয় পক্ষ আমার কাছে এসেছে৷ কাটা গাছগুলো আমাদের হেফাজতে আছে৷ নির্দিষ্ট একটা তারিখে বসাবসির কথা সিদ্ধান্ত হয়েছে৷