মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » উপকুল » ভোলা চরফ্যাশন সড়কে তেলের ট্যাংক ও বোরাক সংঘর্ষে নিহত এক আহত পাঁচ
ভোলা চরফ্যাশন সড়কে তেলের ট্যাংক ও বোরাক সংঘর্ষে নিহত এক আহত পাঁচ
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
ভোলা চরফ্যাশন সড়কে তেলের ট্যাংক ও যাত্রীবাহী বোরাক সংঘর্ষে দিদারুল ইসলাম (৩২) নামের একজন নিহত হয়েছেন৷ আহত ৫ জন৷
সোমবার (২৯সেপ্টেম্বর) বেলা ১২ টায় চরফ্যাশন কাইমউদ্দিন মোরে তেলের ট্যাংক ও যাত্রীবাহী বোরাক মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে৷ জানা যায় এ দুর্ঘটনায় বোরাক ড্রাইভার ঘটনাস্থলেই নিহত হয়েছেন৷ নিহত ব্যক্তি চরফ্যাশন আছলামপুর ইউনিয়ন খোদেজাবাগ গ্রামের বশির উল্লার ছেলে দিদারুল ইসলাম৷ আহত কনিকা বেগম (৪০), মোঃ জুয়েল (২৫), জাবেদ (২২), মোঃ মনির (৫০), কাজল (৩২) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে এদের মধ্যে আশঙ্কাজনক দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে৷
চরফ্যাশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মোঃ ইমরান হোসেন জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত ভিকটিমদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন৷
চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ জানান যাত্রী নিয়ে বোরাকটি চরফ্যাশনের দিকে আসছিল অপরদিকে তেলের ট্যাংক ভোলার উদ্দেশ্যে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি৷ তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার কারণ সম্পর্কে জানাতে পারবো৷