বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » উপকুল » দক্ষিন আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজে সাবেক এমপি’র মৃত্যুবার্ষিকী পালিত
দক্ষিন আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজে সাবেক এমপি’র মৃত্যুবার্ষিকী পালিত
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
দক্ষিন আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজে চরফ্যাসন-মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য, চরফ্যাসন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব’র পিতা এম,এম নজরুল ইসলামের ২৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে৷
বৃহষ্পতিবার (১৭সেপ্টেম্বর) দক্ষিন আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের আয়োজনে মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
বেলা ১১টায় দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান ও চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে চর মাইনকা ইউপি চেয়ারম্যান, চর মাইনকা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, কলেজের শিক্ষক-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা মরহুম অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন৷
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আবুল হাসেম মহাজন বলেন, নজরুল স্যার চরফ্যাশন- মনপুরার মানুষের এতই আপন ছিলেন যে ১৯৬৯ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পদে নিয়োগ পেয়েও সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে তিনি সেনাবাহিনীতে যোগদান করেননি৷ ১৯৭৯ ও ১৯৯১ সালে ভোলা-৪ সংসদীয় আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে দু-দুবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯২ সালের ১৭ ই সেপ্টেম্বর চরফ্যাশনের গোলাপ ফুল খ্যাত মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের অকাল মৃত্যুতে তারই সুযোগ্য সন্তান আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয় বাবার স্বপ্ন পূরণে চরফ্যাশন মনপুরার মেহনতী মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন৷ আজকের এই দিনে মরহুমের রুহের মাগফেরাত এবং মরহুমের পরিবারবর্গের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি৷ আলোচনা সভা শেষে দোয়া-মুনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়৷