বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনের প্রবীণ আওয়ামী লীগ নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি জ্যাকব৷
চরফ্যাশনের প্রবীণ আওয়ামী লীগ নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি জ্যাকব৷
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷
চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা রুহুল আমিন গোলদারকে ঢাকায় হাসপাতালে দেখতে গেলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়৷
বুধবার (৯সেপ্টেম্বর) বেলা ২টায় চরফ্যাশন পৌরসভা ৪নং ওয়ার্ড কলেজপাড়ার, আওয়ামী লীগের প্রবীণ নেতা ও পৌরসভা ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিন গোলদার কে
চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে দেখতে গেলেন এমপি জ্যাকব৷ এ সময় তিনি রুহুল আমিন গোলদারের চিকিৎসার খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করে তার দ্রুত রোগমুক্তি কামনা করেন৷
অসুস্থ রুহুল আমিন গোলদারের ছেলে যুবলীগ নেতা ও চরফ্যাশন পৌরসভার কর্মকর্তা পাবেল গোলদার জানান, দীর্ঘদিন যাবৎ আমার বাবা বিভিন্ন রোগে ভুগছিলেন৷ এতদিন স্থানীয় ডাক্তারের পরামর্শে চিকিৎসা চলছিল৷ তার অবস্থা অবনতি দেখে গতকাল ঢাকা ইবনে সিনা হাসপাতালে ভর্তি করি৷ আজ সন্ধ্যায় বাবার অপারেশন হবে৷ আমাদের প্রিয় নেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয় আজ হাসপাতালে বাবাকে দেখতে এসেছেন৷ আমি প্রিয় নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ আমি সকলের কাছে বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি৷