মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক » চরফ্যাশনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত৷
চরফ্যাশনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত৷
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
আজ ৮ সেপ্টেম্বর৷ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস৷ “কোভিড-১৯ সংকট” স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন, শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা এ প্রতিপাদ্যে চরফ্যাশনে পালিত হয়েছে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস৷
মঙ্গলবার (৮সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও র্্যালী অনুষ্ঠিত হয়৷
সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে চরফ্যাশন শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়৷ সকাল সাড়ে ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহি অফিসার মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন৷
বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র উপস্থিত ছিলেন৷
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিরলস ও অব্যাহত প্রচেষ্টার ফলে বিগত এক দশকে দেশে সাক্ষরতার হার ২৮ দশমিক ১২ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে ৭৪ দশমিক ৭০ শতাংশে উন্নীত হয়েছে। এইধারা অব্যাহত রেখে শতভাগ সাক্ষরতা অর্জন ও মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে জাতির পিতার কাঙ্খিত ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য বক্তারা উপস্থিত সকলকে আহ্বান জানান৷
সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বেসরকারী প্রতিষ্ঠান কোস্ট ট্রাস্ট এর সহকারী পরিচালক রাশিদা বেগম, সাংবাদিকবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
উল্লেখ্য ১৯৬৬ সালের ২৬শে অক্টোবর UNESCO’র সাধারণ সম্মেলনের চতুর্দশ বৈঠকে আজকের দিনটিকে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস হিসেবে পালনের ঘোষণা করা হয়েছিল। ১৯৬৭ সালে প্রথম এই দিনটি পালন করা হয়। এই দিবসের মূল লক্ষ্য হল ব্যক্তিগত, সম্প্রদায় এবং সামাজিক স্বাক্ষরতার গুরুত্ব তুলে ধরা।