শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশনে শশীভূষণ থানায় নতুন গাড়ির চাবি তুলে দিলেন এমপি জ্যাকব৷
চরফ্যাশনে শশীভূষণ থানায় নতুন গাড়ির চাবি তুলে দিলেন এমপি জ্যাকব৷
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানায় নতুন গাড়ি হস্তান্তর করছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি৷
শুক্রবার (৪আগষ্ট) দুপুর ১২টায় চরফ্যাশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে শশীভূষণ থানা অফিসার ইনচার্জ এর হাতে নতুন গাড়ির চাবি তুলে দেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। এসময় অন্যান্যদের মধ্যে চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথসহ চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
শশীভূষণ থানা অফিসার ইনচার্জ তার প্রতিক্রিয়ায় বলেন, এ গাড়ি পেয়ে শশীভূষণ থানা পুলিশ কর্মকর্তাদের কাজের গতিশীলতা বৃদ্ধিসহ এলাকার অনেক অপরাধ কমে আসবে৷