বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনে একদিনের সফরে আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও এমপি জ্যাকব৷
চরফ্যাশনে একদিনের সফরে আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও এমপি জ্যাকব৷
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
চরফ্যাশনে একদিনের সফরে আসছেন মাননীয় পানিসম্পদ প্রতিমন্ত্রী জনাব কর্নেল (অবঃ) জাহিদ ফারুক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়৷
আগামী শুক্রবার (৪সেপ্টেম্বর) সকাল ১১টায় তারা চরফ্যাশন উপজেলা হেলিপ্যাডে অবতরণ করবেন৷ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর বিকেল ৪টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন৷ উক্ত সফরে একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা- কর্মচারীগণ সফরসঙ্গী হবেন৷
দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২ টায় প্রধান অতিথি কে বেতুয়া প্রশান্তি পার্কে অভ্যর্থনা জ্ঞাপন৷ ১২.৪৫ মিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে, ফ্যাশন স্কোয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ৷ দুপুর ১টায় মুজিববর্ষ উপলক্ষে শেখ রাসেল শিশু ও বিনোদন পার্কে মাননীয় প্রতিমন্ত্রীসহ স্মারক বৃক্ষরোপণ কর্মসূচি৷ দুপুর ২ টায় নীলকমল ইউনিয়নের, কাশেম মিয়া বাজার সংলগ্ন নদীভাঙ্গন প্রবন এলাকা পরিদর্শন করে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন৷ বাংলাদেশ আওয়ামী লীগ চরফ্যাশন উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দিনব্যাপী উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকবেন৷