বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশনে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, আদালতে ধর্ষণ মামলা দায়ের৷
চরফ্যাশনে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, আদালতে ধর্ষণ মামলা দায়ের৷
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
চরফ্যাশন উপজেলা দুলার হাট থানার নীলকমল ইউনিয়নের চরনুরুল আমীন গ্রামে ২২ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী তিন মাসের অন্তঃসত্ত্বা৷ এ ঘটনায় ভোলায় নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ধর্ষণ মামলা করা হয়েছে৷
সরেজমিনে জানা যায়, ধর্ষণ মামলার আসামি একই এলাকার বখাটে যুবক৷ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কারণ দেখিয়ে ভিকটিমের বাড়ি আসা যাওয়া করতেন৷ গত ২৪মার্চ বুদ্ধি প্রতিবন্ধী তরুনীর বাবা-মা বাড়িতে না থাকার খবর শুনে বখাটে যুবক সেই বাড়িতে আসে৷ মেয়েটিকে একা ঘরে পেয়ে বিয়ে করার প্রলোভন এবং ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক সেদিনই প্রথম প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করে৷ এরপর থেকে সুযোগ বুঝে প্রায়ই বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করতে থাকে৷
অন্তঃসত্ত্বা বুদ্ধিপ্রতিবন্ধী তরুনীর মা জানান, কিছুদিন যাবত মেয়ের খাওয়া-দাওয়া, আচার আচরণে পরিবর্তন লক্ষ্য করছি৷ মেয়েকে মারের ভয় দেখিয়ে জিজ্ঞেস করলে আমাকে সব খুলে বলে৷ ডাক্তারি পরীক্ষা করে দেখি মেয়ে আমার তিন মাসের অন্তঃসত্ত্বা৷ কাউকে কিছু না বলে ধর্ষক ছেলেকে এবং তার পরিবারকে আমার অন্তঃসত্ত্বা মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেই৷ তারা প্রস্তাবে রাজি না হয়ে, উল্টো আমাকে হুমকি দিতে থাকে৷
প্রতিবন্ধী তরুণীর অভিভাবক বিষয়টি নীলকমল ইউনিয়ন ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি নাসির পাটোয়ারীকে জানালে তিনি বলেন, বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে জানান৷
নীলকমল ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার জানান, বিষয়টি আমি শুনেছি৷ আমি ভিকটিমের পরিবারকে আদালতে আইনের আশ্রয় নিতে বলেছি৷
তার কথা অনুযায়ী গত ১৭ আগষ্ট অন্তঃসত্ত্বা বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী বাদী হয়ে ভোলায় নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন৷
আদালত মামলাটি দুলারহাট থানা পুলিশকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন৷ এ বিষয়ে নীলকমল এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবি জানিয়েছে৷