রবিবার ● ৩০ আগস্ট ২০২০
প্রথম পাতা » অর্থনীতি » ভোলা-বরিশাল সেতু উদ্বোধনের অপেক্ষায়, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এমপি জ্যাকব৷
ভোলা-বরিশাল সেতু উদ্বোধনের অপেক্ষায়, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এমপি জ্যাকব৷
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
দ্বীপ জেলা ভোলার সাথে কোনো সড়ক যোগাযোগ না থাকায় বরিশাল জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। বর্তমানে একটি মাত্র ফেরীঘাট দিয়ে মালবাহী গাড়ি পারাপার করা হয়। এ প্রকল্পটির মাধ্যমে তেঁতুলিয়া ও কালাবাদর নদীর উপর সেতু নির্মাণ করে বরিশাল ও ভোলা জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে।
মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিশ্রুত এ প্রকল্পটি অনুমোদন করায়, ভোলা-৪ চরফ্যাশন ও মনপুরার জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন৷
এমপি জ্যাকব বলেন, এ সেতু নির্মাণে ভোলার মানুষের বাণিজ্য, অর্থনৈতিক ও সামাজিক জীবনকে উন্নত করবে। সেতুটি ভোলা জেলাকে সড়ক যোগাযোগের মাধ্যমে সহজেই মূল ভূ-খন্ড এর সাথে সংযোগ স্থাপন করতে সহায়তা করবে। ভোলার সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে৷
ভোলা বরিশাল ৪.৬৮ কিলোমিটার দীর্ঘ সেতুতে এতে ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৭১২ কোটি টাকা। বুধবার (২৬ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।
পরবর্তীতে প্রস্তাবটির আরও কিছু বিষয় স্পষ্ট করার পর আগামী বৈঠকে উপস্থাপন করতে বলা হয়৷ ভোলা থেকে অন্যত্র প্রাকৃতিক গ্যাস সঞ্চালনের জন্য পাইপ লাইন স্থাপনও এ প্রকল্পে অন্তর্ভূক্ত আছে।