শনিবার ● ২ মে ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » মহামারী করেনা ভাইরাসে বানারীপাড়া উজিরপুরেরর হতদরিদ্রদের পাশে এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু।
মহামারী করেনা ভাইরাসে বানারীপাড়া উজিরপুরেরর হতদরিদ্রদের পাশে এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু।
জাকির হোসেন, বানরীপাড়া থেকে ।।
মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে গৃহবন্ধী মানুষগুলো আজ খাদ্যাভাবে জীবন যাপন করছে। এই বৈশ্বিক নোভেল কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষাপেতে লকডাউনে ও হোমকোয়ারেন্টাইনে থাকতে গিয়ে বরিশালের বানারীপাড়া উজিরপুরের হতদরিদ্র অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি। কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম কার্যকরী সদস্য বানারীপাড়া উপজেলা বি এন পির সভাপতি এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু আজ বানারীপাড়া উপজেলার মানবেতর জীবন যাপন করা মানুষদের পাশে দাড়িয়েছেন। এ প্রসংগে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রিয়াজ আহমেদ মৃধা ও উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমাউন মাষ্টার জানান, কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম কার্যকরী সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু তার নিজ তহবিল থেকে উজিরপুর এবং বানারীপাড়ায় দরিদ্র ও সাময়িক কর্মহীন পরিবারের মাঝে (৫+৫)মোট দশ লাখ টাকা প্রদান করেছেন। যা দুই উপজেলার অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও ওই দুই সাধারণ সম্পাদক জানান, পবিত্র এই রমজান মাসেও এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষ থেকে দুটি পৌরসভা ও দুই উপজেলার হত দরিদ্রদের মাঝে আরও নগদ অর্থ বা ইফতার সামগ্রী দেওয়া হবে।