শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

Dip News24.com
সোমবার ● ২৪ আগস্ট ২০২০
প্রথম পাতা » উপকুল » মনপুরার মেঘনার অব্যাহত ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে পর্যটন সম্ভবনাময় জনপদ।। এলাকাবাসীর দাবী স্থায়ী ব্লক
প্রথম পাতা » উপকুল » মনপুরার মেঘনার অব্যাহত ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে পর্যটন সম্ভবনাময় জনপদ।। এলাকাবাসীর দাবী স্থায়ী ব্লক
৬৩৪ বার পঠিত
সোমবার ● ২৪ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মনপুরার মেঘনার অব্যাহত ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে পর্যটন সম্ভবনাময় জনপদ।। এলাকাবাসীর দাবী স্থায়ী ব্লক

---


মোঃ আল মামুন, মনপুরা প্রতিনিধি

ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার মেঘনার অব্যাহত ভাঙ্গনের ফলে বিলীন হয়ে যাচ্ছে পর্যটনের অপার সম্ভবনাময় জনপদ। মেঘনার তীব্র স্রোতে চর্তুদিক থেকে ভেঙ্গে কেবলই ছোট হয়ে আসছে।


গত কয়েক বছরে মেঘনার অব্যাহত ভাঙ্গনে হাজার হাজার একর ফসলী জমি, ঘর বাড়ী হারিয়ে মানুষ এখন নিঃস্ব। সহায় সম্বল, ভিটে মাটি হারিয়ে মানুষ বেড়ীর ঢালে, জেগে উঠা কলাতলী চর, কাজীর চরে মাথা গোঁজার ঠাই নিয়েছে।


বিগত কয়েক বছরে মেঘনার ভাঙ্গনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটকদের আকর্ষনীয় স্থান, গুরুত্বপুর্ন স্থাপনা, মসজিদ, মন্দিরসহ বেশ কয়েকটি গ্রাম নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।


মেঘনার অব্যাহত ভাঙ্গনের ফলে হাজির হাট ইউনিয়ন এখন তীব্র ভাঙ্গনের কবলে। হাজির হাট ইউনিয়নের নাইবের হাট, সোনারচর গ্রামের অর্ধাংশ, চরজ্ঞান, দাসের হাট প্রায় সম্পুর্ন নদীর গর্ভে বিলীন।


তীব্র ভাঙ্গনের হুমকিতে রয়েছে হাজীর হাটের আঃ লতিফ ভুইয়া বাড়ী সংলগ্ন পশ্চিম পাশে পাকা বেড়ীবাধ, দাসের হাটের কালির টেক সংলগ্ন পাকা বেড়ীবাধ, চৌৗধুরী বাজারের পুর্বপাশে মেঘনার অব্যাহত ভাঙ্গনের ফলে কেবলই ভিতরে ঢুকছে।


মনপুরা ফিশারিজ লিঃ এর অর্ধাংশ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। সোনারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ভাঙ্গনে হুমকির মুখে। যে কোন সময় স্কুলটি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে।


মনপুরা ইউনিয়নের উত্তর মাথা দিয়ে স্থায়ী ব্লক ফেলার ফলে ভাঙ্গন রোধ হয়েছে। এছাড়া একই ইউনিয়নের কাউয়ারটেক, সীতাকুন্ড, ঈশ্বরগঞ্জ মৌজার পুর্বাংশে অধিকাংশ গ্রাম নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।


মনপুরা ইউনিয়নের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত স্থান নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এসব প্রতিষ্ঠানগুলো অন্যত্র স্থানান্তর করা হয়েছে। প্রতিদিন শত শত মানুষ ভিটে মাটি হারিয়ে পথে বসতে শুরু করেছে।


একইভাবে উত্তর সাকুচিয়া ও দক্ষিন সাকুচিয়া মেঘনার ভাঙ্গনে কেবলই ছোট হয়ে যাচ্ছে। দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের হেলাল তালুকদার বাড়ী সংলগ্ন পুর্ব ও দক্ষিন পাশে মেঘনার তীব্র ভাঙ্গনের ফলে কেবলই ছোট হয়ে যাচ্ছে। পাকা বেড়ীবাধটি অধিকাংশ ভেঙ্গে গেছে। যেকোন মুহুর্তে পাকা বেড়ী বাধটি ভেঙ্গে ভিতরে জোয়ারের পানি প্রবেশ করবে। এতে করে পানিবন্ধী হয়ে পড়বে দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন। এছাড়া একই ইউনিয়নের তালতলা সূর্যমুখী খাল সংলগ্ন বেড়ীবাধ ভাঙ্গনের হুমকির মুখে।


উত্তর সাকুচিয়া  ইউনিয়নের মাষ্টারহাট বাজারের পশ্চিমপাশে  মেঘনার ভাঙ্গনের ফলে কেবলই ছোট হয়ে আসছে।


এভাবে ভাঙ্গতে থাকলে কয়েক বছরের মধ্যে মনপুরা সম্পুর্ন নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে মূল ভুখন্ড থেকে মনপুরার মানচিত্র হারিয়ে যাওয়ার আশংকা করা হচ্ছে।


দ্রুত নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য জনপ্রতিনিধিসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগীতা কামনা করছেন ভাঙ্গন কবলিত এলাকার হাজারো মানুষ।


এসব ভাঙ্গন কবলিত এলাকার মানুষের দাবী সরকার যদি ভাঙ্গন কবলিত এলাকার স্থানগুলো স্থায়ী ব্লকের ব্যাবস্থা করে তাহলে নদী ভাঙ্গনের হাত থেকে মনপুরাকে রক্ষা করা সম্ভব। প্রতিবছর  রিংবেড়ীবাধ ও জিও ব্যাগ ফেলে সরকারের কোটি কোটি টাকা খরচ-অপচয়  না করে স্থায়ী ব্লকের ব্যাবস্থা করা হোক। বিকল্পভাবে  সরকার যদি কলাতলী টু মনপুরা বাধঁ নির্মান করে তাহলে স্থায়ীভাবে মেঘনার ভাঙ্গন থেকে রক্ষা পাবে। হাজার হাজার একর ফসলি জমি জেগে উঠবে। পূর্নবাসন হবে প্রায় ৫০ হাজার মানুষের।


সরকারের নীতিনির্ধারকরা যদি সঠিক পরিকল্পনা করে স্থায়ী ব্লক ও ড্যামপিং এর ব্যাবস্থা করে তাহলে সরকারের কোটি কোটি টাকার অপচয় রোধ হবে। রক্ষা হবে নদী ভাঙ্গনের হাত থেকে প্রাকৃতিক সৌন্দর্যের দ্বীপ পর্যটন অপার সম্ভবনাময় মনপুরা।


এব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আক্তার চৌধুরী  বলেন, মনপুরা পর্যটনের অপার সম্ভাবনাময় স্থান। মেঘনার অব্যাহত ভাঙ্গনে ছোট হয়ে আসছে মনপুরা। মেঘনার ভাঙ্গন রোধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি শহর রক্ষাবাধঁ প্রকল্প তৈরি করে ব্লক ও ড্যাম্পিং ব্যাবস্থা করেছেন। আল্লাহর রহমতে মনপুরার উত্তর মাথা ভাঙ্গন রোধ হয়েছে। এছাড়াও ভাঙ্গন রোধের জন্য বিভিন্ন প্রকল্প তৈরির কাজ চলছে। মেঘনার ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

আর,এস





উপকুল এর আরও খবর

চরফ্যাশন মুজিবনগর ইউনিয়নে মহান বিজয় দিবস উদযাপন চরফ্যাশন মুজিবনগর ইউনিয়নে মহান বিজয় দিবস উদযাপন
চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী
চরফ্যাশনে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা চরফ্যাশনে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কোস্ট ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কোস্ট ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ
চরফ্যাশনে জমিয়াতুল মোদার্রেছীনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চরফ্যাশনে জমিয়াতুল মোদার্রেছীনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তজুমদ্দিনে উপজেলা বিএনপির দাবী “দলের সুনাম ক্ষুন্ন করার জন্য মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে” তজুমদ্দিনে উপজেলা বিএনপির দাবী “দলের সুনাম ক্ষুন্ন করার জন্য মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে”
চরফ্যাশনে হামলা-ভাঙচুর মামলার আসামিরা প্রকাশ্যে ধরছে না পুলিশ চরফ্যাশনে হামলা-ভাঙচুর মামলার আসামিরা প্রকাশ্যে ধরছে না পুলিশ
চরফ্যাশন বাজার চাল আড়ৎদার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন চরফ্যাশন বাজার চাল আড়ৎদার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন
চরফ্যাশনে বিএনপি নেতার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ চরফ্যাশনে বিএনপি নেতার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

আর্কাইভ