সোমবার ● ১০ আগস্ট ২০২০
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিন মৎস্য অবমুক্ত ও বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ভোধন করেন এমপি শাওন
তজুমদ্দিন মৎস্য অবমুক্ত ও বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ভোধন করেন এমপি শাওন
রফিক সাদী ।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব বর্ষে ১কোটি বৃক্ষ রোপন কর্মসূচীর ধারাবাহিকতায় তজুমদ্দিন
উপজেলা ছাত্রলীগের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ভোধন করা হয়। সোমবার সকালে তজুমদ্দিন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ২ হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপন কর্মসূচীর উদ্ভোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এছাড়াও উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুর, থানার পুকুর, ডাক বাংলোর পুকুর, কালী মন্দির পুকুরসহ মোট ১০ টি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এমপি শাওন।
এসময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, থানা অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক হেলালউদ্দিন সুমন, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, জেলা পরিষদ সদস্য মিশু হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল্লাহ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ছাত্রলীগ সভাপতি আমিন মহাজন,’ সাধারণ সম্পাদক মোঃ রাসেল প্রমুখ