শনিবার ● ৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » উপকুল » বঙ্গমাতার আদর্শ আমাদের অনুপ্রেরণা, যা শেখ হাসিনার মাঝে খুঁজে পাই- এমপি শাওন
বঙ্গমাতার আদর্শ আমাদের অনুপ্রেরণা, যা শেখ হাসিনার মাঝে খুঁজে পাই- এমপি শাওন
রফিক সাদী।।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার আদর্শ আমাদের অনুপ্রেরণা, যা শেখ হাসিনার মাঝে আমরা খুঁজে পাই। বাংলার স্বাধীনতা ও রাস্ট পরিচালনায় বঙ্গবন্ধুর পাশে থেকে বঙ্গমাতা জীবন দিয়ে প্রমান করেছেন পুরুষের সাফল্যে নারীর অবদান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর ৯০তম জন্ম বার্ষিকী উপলক্ষে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মুনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে এমপি শাওন এসব কথা বলেন।
শনিবার বেলা ১১টায় তজুমদ্দিন উপজেলা অডিটরিয়মে নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল,থানা অফিসার ইনচার্জ একেএম জিয়াউল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, জেলা পরিষদ সদস্য মিশু হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল্লাহ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ছাত্রলীগ সভাপতি আমিন মহাজন,’ সাধারণ সম্পাদক মোঃ রাসেল প্রমুখ।